শনিবার, ২০২৫ আগস্ট ০৯, ২৫ শ্রাবণ ১৪৩২
#
মহানগর মহানগর

কাউন্সিলর জসিম’র বিরুদ্ধে মালিকানাধীন সম্পত্তি জবরদখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ অক্টোবর ১৮, ১০:৩১ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের আকবরশহাহ থানাধীন এশিয়ান ওমেন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং সহযোগিতায় মালিকানাধীন সম্পত্তি জবরদখল ও আত্মসাৎ এর অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম এর বিরুদ্ধে ।

ভুক্তভোগী মো: হুমায়ুন কবির অভিযোগ করেন তার নিজ জায়গা সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গাটি দখলে করে ঘর নির্মাণ করছেন স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম। আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জোর পূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান ভুক্তভোগী মো: হুমায়ুন কবির।

এদিকে আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণ ও জায়গা দখলকে আদালত অবমাননার সামিল বলছেন চট্টগ্রাম জর্জকোটের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া ।

এ দিকে চসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম অভিযোগ অস্বীকার করে তার জায়গা বলে দাবি করেন।

উল্লেখ, এর আগেও কাউন্সিলর জহুরুল আলম জসিম এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পাহাড় কাটার অভিযোগে মামলাসহ সিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দখলবাজি, পাহাড় কাটা ও অস্ত্র মামলা রযেছে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video